৮০% ভি / ভি ইথাইল অ্যালকোহল :
হাতকে সম্পূর্ণভাবে জীবাণুমুক্ত করতে দ্রুত ও কার্যকরী ব্রড স্পেকট্রাম জীবাণুনাশক দ্রবন । এছাড়াও অক্ষত ত্বক জীবাণু হতে সম্পূর্ণভাবে মুক্ত করতে এটি ব্যাবহার হয় ।
ব্যাবহারবিধি :
ব্যাবহারের আগে স্প্রে লকটি উপর দিকে হালকা চাপ দিয়ে বামে ঘুরিয়ে আনলক করে নিন । হাতকে সম্পূর্ণভাবে জীবাণুমুক্ত করার জন্য পরিস্কার হাতের তালুতে পরিমাণমত হ্যান্ডিসেফ নিয়ে উভয় হাত এবং কব্জিতে শুকিয়ে যাওয়ার পূর্ব পর্যন্ত মাখতে হবে ।
শল্যচিকিৎসার পূর্বে পরিমানমত হ্যান্ডিসেফ উপরোক্ত পদ্ধতিতে হাতের কনুই পর্যন্ত মাখতে হবে ।
সতর্কতা :
হ্যান্ডিসেফ সহ সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন । দাহ্য বস্তু , আগুন ও সরাসরি সূর্যের আলো থেকে দূরে , ৩০ ° সে. তাপমাত্রার নিচে রাখুন । ফ্রিজে রাখবেন না । দুর্ঘটনাক্রমে চোখের সংস্পর্শে এলে যত তাড়াতাড়ি সম্ভভ ভালভবে পানি দিয়ে চোখ ধুয়ে ফেলুন ।
“ শুদুমাত্র শরীরের বাহিরের অংশে ব্যাবহারের জন্য ”